শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

"বিএনপির দেশ ছেড়ে পালানোর রেকর্ড নেই: ড. খন্দকার মারুফ হোসেন | প্রধান খবর

"বিএনপির দেশ ছেড়ে পালানোর রেকর্ড নেই: ড. খন্দকার মারুফ হোসেন | প্রধান খবর
"বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, শেখ হাসিনা গুম খুনের রাজ্য কায়েম করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানে তাদের মসনদ তছনছ হয়ে গেছে। খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি দেশ ছেড়ে পালানোর রেকর্ড নেই। দীর্ঘ ১৬ বছর অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আপনারা বিএনপির হাল ধরে রাখতে সক্ষম হয়েছিলেন।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা দুর্দিনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়ার জন্য গিয়েছিল তাদের দলে নেওয়া হবে না। আর দলের নাম ভাঙিয়ে যদি কেউ অপকর্ম ও চাঁদাবাজি, লুটতরাজ করতে চান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সোমবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, বন্যাকবলিত মানুষের মুক্তির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ মনে করেছিল হত্যা নির্যাতন করে ছাত্র- জনতার আন্দোলন বন্ধ করে দিবে। কিন্তু এই নৃশংসতার সমুচিত জবাব দিয়েছেন আমাদের ছাত্র-জনতা। আমরা এই দেশের বিপ্লবী শহীদ ও আহতদের ছাত্র জনতার হাত ধরে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আমাদের সামনের দিনগুলো যেন সুন্দর ও আলোকিত হয়। সমৃদ্ধির বাংলাদেশ ও সুখী বাংলাদেশ গড়তে পারি সেই লক্ষ্যে বিএনপি এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদদীন, সাবেক চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদার,

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, ভিপি সাহাবউদ্দীন, বিএনপি নেতা ও ইউএসএ ইনক এর সভাপতি মোহাম্মদ আবু মুসা,

জাসাস কুমিল্লা উত্তর জেলার সদস্য সচীব এসএম মিজান, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল উদ্দিন মোল্লা, সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ ও ছাত্রদল নেতা রাসেল আহমেদ প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার ও উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান। সভা শেষে দেশ জাতির সমৃদ্ধ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দাউদকান্দি -তিতাস, হোমনা- মেঘনার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে মুঠোফোনে এক বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন